চোখের কর্ণিয়া ও আইরিসের পিছনে অবস্থিত স্বচ্ছ লেন্স বার্ধক্য জনিত কারণে এবং অন্যান্য কারণে অস্বচ্ছ হয়। এই স্বচ্ছ লেন্স অস্বচ্ছ হওয়াকেই ছানিপাড়া রোগ বলে।
যে সমস্ত কারণে চোখে ছানি পড়ে তা হলো-
১। বয়স জনিত কারণে
২। আঘাত জতি কারণে
৩। ডায়াবেটিস রোগের কারণে
৪। ইউভিআইটিস (রোগের কারণে
৫। অনিয়ন্ত্রিত ষ্টেরয়েড ব্যবহারের কারণে
ধীরে ধীরে দৃষ্টি ক্ষমতা লোপ পাওয়া, চশমার পাওয়ার পরিবর্তন হওয়া , আলোর চাদিকে রংধনু দেখা, একটি জিনিসকে দুই বা ততোধিক দেখা, দৃষ্টি সীমানায় কালোদ দাগ দেখা, আলোতে চোখ হয়ে আসা ইত্যাদি ছানি রোগের লক্ষণ হতে পারে।
এছাড়াও পুরোনো ছানি পেকে চোখে ব্যথা হতে পারে (ঢ়যধপড়ষুঃরপ এষধঁপড়সধ)। শিমুদেও ক্ষেত্রে ছানি রোগের কারণে চোখ টেরা হয়ে যেতে পারে। কোন ঔষধ সেবনে ছানি রোগের প্রতিকার হয় না। অপারেশনের মাধ্যমে ছানি রোগের চিকিৎসা করতে হয়।