কাছে বসে টিভি দেখলে কি চোখের অসুধিা হয় ?


কাছে বসে টিভি দেখলে চোখের অসুবিধা হয়- এমন কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই। আমেরিকান একাডেমি অব অফথ্যালমোলজীর এক সমীক্ষায় দেখা গেছে- অল্প বয়সের ছেলেমেয়েরাই বেশি কাছে বসে টিভি দেখে থাকে।

শিশুদের ‘কাছে ফোকাস’ করার ক্ষমতা বা অ্যাকোমোডেশন শক্তি বড়দের তুলনায় অনেক বেশি। এজন্যে তারা কাছে বসে টিভি দেখার অভ্যাস করে ফেলে। অনেক বৈজ্ঞানিকের মতে টিভি থেকে আলট্রা ভায়োলেট রশ্মি বিচ্ছুরিত হয় বিধায় অনেক্ষণ কাছে বসে টিভি দেখলে চোখের ক্লান্তি হতে পারে।

যে সমস্ত শিশু বা বয়স্কগণ কাছে ভালো দেখেন কিন্তু দূরে দেখতে পান না তারাও খুব কাছে বসে টিভি দেখে থাকেন। সুতরাং শিশু কিংবা বয়স্ক যারাই কাছে বসে টিভি দেখেন তাদের চোখ পরীক্ষা করা উচিত এবং প্রয়োজনে চশমা বা কন্টাক্ট লেন্স ব্যবহার করা উচিত।


Allrights Reserved | Maintain: 01Soft

Contact Info: