জীবনে কোনদিন রোদ-চশমা বা সানগ্লাস পরেন নি এমন লোক কম আছেন। রোদের মধ্যে চলাফেরার সময় সানগ্লাস খুবই আরামদায়ক। এছাড়া চোখের বিভিন্ন রোগ যেমন- চোখ ওঠা, প্রদাহ, ছানি অপারেশন-এর পরও চোখের আলোভিতি কমাবার জন্য সানগ্লাস ব্যবহারের পরামর্শ দেয়া হয়ে থাকে। সানগ্লাসের সাহায্যে শতকরা প্রায় ৮৫ ভাগ দৃশ্যমান আলো কে ফিল্টার করা হয়। যার ফলে অতিরিক্ত রোদে চোখে আরাম অনুভূত হয়।
সানগ্লাস বিভিন্ন রং-এর হতে পারে। যেমন বাদামি, ধুসর, গোলাপি, সবুজ, গাঢ়নীল ইত্যাদি। ব্যক্তিগত পছন্দের ওপরই সাধারণতঃ বিভিন্ন রং-এর সানগ্লাস নির্বাচন করা হয়। স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিকের ওপর এসব রং-এর ধোঁয়ার সাহায্যে কাঁচ রং করা হয় এবং সানগ্লাস তৈরী করা হয়। উন্নতমানের সানগ্লাস সব সময়ই গ্রাইন্ড ও পলিশ করা হয়। যার ফলে গ্লাসের ভেতর দিয়ে কোন বস্তুকে বা রাস্তাকে আঁকাবাঁকা মনে হয় না।
আমাদের দেশে ফুটপাতে বা অনেক জায়গায় কমদামী সানগ্লাস পাওয়া যায়। নিম্নমানের রঙিন প্লাস্টিক সিট থেকে গোল করে কেটে এর গ্লাস তৈরী করা হয়। এসব গ্লাস প্রয়োজনীয় গ্রাইন্ডিং ও পলিশ করা হয় না বলে রাস্তাকে বা দৃশ্যমান বস্তুকে আঁকাবাঁকা মনে হতে পারে। এসব সানগ্লাস অনেক্ষণ ব্যবহার করলে মাথাব্যথা হতে পারে।