চোখ লাল হয় কেন ?


চোখের সবচেয়ে সাধারণ সমস্যা ‘লাল চোখ’। চোখের এলার্জি, ক্ষত, প্রদাহ, গ্লকোমা ইত্যাদি নানা কারণে চোখ লাল হয়।

বেশিরভাগ ক্ষেত্রে লাল চোখ মারাত্মক সমস্যা নয়। সাধারণত চোখ ওঠা, চোখের এলার্জিতে চোখ লাল হয়। চোখের অস্বস্তি ও চুলকানো প্রধান সমস্যা। কোন কোন ক্ষেত্রে সামান্য আলোভিতি হতে পারে। চোখে দেখার তেমন কোন পরিবর্তন হয় না। চোখের অ্যান্টিবায়োটিক ফোঁটা দিনে ৫/৬ বার ব্যবহার করলে সাধারণ চোখ ওঠা ভালো হয়ে যায়। চোখের এলার্জির জন্য প্রকারভেদে এন্টিহিস্টামিন জাতীয় খাবার ওষুধ ও ফোঁটা ওষুধ এবং স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা হয়।


Allrights Reserved | Maintain: 01Soft

Contact Info: