অনকেইে মনে করনে চশ্মা একবার পরলে আর ছাড়া যায় না। আসলে কার চশমা লাগব, কখন ছাড়া যাবে এসব-ই নির্ভর করে ঐ ব্যক্তরি পাওয়ার এর উপর। অনকে শিশু ছোটবলোয় মাথা ব্যাথার জন্য সামান্য পাওয়ার দয়ো হয়। কিছুদিন ব্যবহাররে পর তা না-ও লাগতে পারে। অনকে শিশুর ছোটবলোয় প্লাস পাওয়ার লাগতে পারে বড় হতে হতে তার ঐ পাওয়ার আর না-ও লাগতে পারে বেশিরভাগ শিশুই স্কুলে গিয়ে প্রথম ধরা পড়ে –দূরে ব্ল্যাকর্বোড দখেতে পারছে না।
এদেরকে মাইনাস পাওয়ার দেবার প্রয়োজন হয়। এরা যত বড় হবে শরীররে সাথে সাথে চোখরে আয়তনও বড় হয়। তখন চোখরে পাওয়ারও স্বাভাবকি এর তুলনায় বড়েে যায়। এদরেকে তখন ভালো দেখতে গেলে অতরিক্তি বেড়ে যাওয়া পাওয়ার মাইনাস করতে হয় এবং চশমা অনকেদনি পরার প্রয়োজন হয়। শিশু হোক বা বড় হোক, চোখ পরীক্ষা করে পাওয়ার এর প্রয়োজন হলে তা অবশ্যই ব্যবহার করা উচতি। তা না হলে চোখরে রেটিনার উন্নতি হবে না এবং ৬/৬ দৃষ্টি তৈরি হবে না।